কে হচ্ছেন টুর্নামেন্টসেরা?

সাধারণত এই পুরস্কারে ব্যাটসম্যানরা একটু বেশি সুবিধা পায়। সে দিক বিবেচনা করলে এখন পর্যন্ত এগিয়ে ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে চলমান বঙ্গবন্ধু বিপিএল মাতানো এই ইংলিশ তারকার ঝুলিতে এরিমধ্যে জমা পড়েছে ৪৪৪ রান। যেটা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ফাস্ট।

দুইয়ে আরেক বিদেশি রিলে রুশো। তিনি করেছেন ৪৩৫। কাছাকাছি অবস্থানে বাংলাদেশের মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের দলনেতা অদ্যাবধি ১১ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪৩১ রান।

টুর্নামেন্টসেরার দৌড়ে এই তিনজন আপাতত অনেকটা এগিয়ে। সেই সাথে বোলারদেরও বিবেচনায় রাখতে হবে। অবশ্য বোলারদের মধ্যে কেউ যদি কিছু রান করতে পারে তাহলে তাদের পাল্লাটা হবে বেশি ভারী।

এই মুহূর্তে সেরা শিকারির তালিকায় একে আছেন রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজুর রহমান। তিনি ১২ ম্যাচ থেকে নিয়েছেন ২০ উইকেট। দুইয়ে আরেক বাংলাদেশি মেহেদী হাসান রানা। ৮ ম্যাচ খেলা এই তরুণ পেসার শিকার করেন ১৭ উইকেট। তবে ব্যাট হাতে তারা খুব একটা উজ্জ্বল না। যে কারণে টুর্নামেন্টসেরার তকমাটা তাদের হাতে উঠার সম্ভাবনা কমই।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন