বিজয়ী হলে ঢাকা শহরকে মাদকমুক্ত করব : তাপস

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করবেন। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করবেন।

শনিবাররাজধানীরওয়ারীতেঐতিহাসিকরোজগার্ডেনেঅনুষ্ঠিতনির্বাচনীপ্রচারণাসভায়তিনিএকথাবলেন।ঐতিহাসিকরোজগার্ডেনথেকেনির্বাচনীপ্রচারণাশুরুকরেনতাপস।

ব্যারিস্টারতাপসবলেন, ঢাকাআমাদেরপ্রাণেরশহর।ঢাকাতেইআমাদেরবেড়েওঠাএবংস্বপ্নদেখা।তাইআমাদেরএইঐতিহ্যবাহীঢাকাকেপুনরুজ্জীবিতকরবো।আমরাঢাকাকেউন্নতদেশেরউন্নতরাজধানীহিসেবেগড়েতুলবো।

তিনিবলেন, আমরাআমাদেরঢাকাকেসুন্দরঢাকাহিসেবেগড়েতুলবো।প্রত্যেকটাওয়ার্ডেখেলাধুলারপর্যাপ্তব্যবস্থাকরাহবে।আমাদেরমা-বোনওমুরুব্বিদেরজন্যপর্যাপ্তহাঁটারব্যবস্থাকরাহবে।

তিনিবলেন, আমাদেরঢাকাররাস্তা-ঘাটকেপুনর্বিন্যাসকরেজনগণেরভোগান্তিকমানোহবে।ঢাকাদক্ষিণসিটিকরপোরেশনকেজনগণেরসেবামূলকদুর্নীতিমুক্তপ্রতিষ্ঠানেপরিণতকরাহবে।ঢাকায়বসবাসকারীমানুষেরমৌলিকনাগরিকসুবিধানিশ্চিতকরাহবে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

আপনি আরও পড়তে পারেন