মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নূরনবী (৫১) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজন। সোমবার (৭ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে তিনটায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, মালিবাগের এক গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নূরনবী নামে একজন মারা যায়। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় গতকাল রোববার দুপুর ১টার দিকে হেলাল উদ্দিন মারা যান। আর রাত সাড়ে ১০টার দিকে মারা যান নাদের আলী। এছাড়া আজ ভোরে মারা যায় সিদ্দিক। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ ও সিদ্দিকের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ২ মার্চ দিবাগত রাত ১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।

আপনি আরও পড়তে পারেন