সান্তাহারে নির্বাচনের জয়পরাজয় নিয়ে মারপিট দুই ছাত্রলীগনেতা গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার

 স্টাফ রিপোর্টার ঃ

বগুড়ার সান্তাহারে নির্বাচনের জয় পরাজয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত (মাইক মার্কা) আনছার আলীর সমর্থক ও ভাইস চেয়ারম্যান পদে নব-নির্বাচিত (টিউবওয়েল মার্কা) মাহমুদুর রহমান পিন্টুর সমর্থকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ পিন্টুর ভাগ্নে ছাত্রলীগ নেতা মশিউর রহমান সজল ও একরামুল হক শুভকে গ্রেফতার করে। সজলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এব্যাপরে বুধবার থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার বিকেল ৫টায় সান্তাহার মাইক্রোস্টান্ডে জয়পরাজয় নিয়ে আনছার আলীর ছেলে মারুফ হাসান রবিনের সাথে পিন্টু সমর্থকদের কথাকাটাকাটি হয়। এতে আনছার আলী উভয়কে সেখান থেকে সড়িয়ে দেয়। তারপর সন্ধ্যা ৭টায় পিন্টুর সমর্থকরা আনছার আলীর বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ভাঙচুড় করে। এসময় আনছার আলী ও তার স্ত্রী মুন্নি বাধাঁ দিলে তাদের মারপিট করে। এবং ঘরের ভিতর প্রবেশ করে এক ভরি স্বর্ণের চেইন ও ২লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে আনছার আলী বাদী হয়ে ভাইস চেয়ারম্যান পিন্টুসহ ১২জনের নাম উল্লেখ করে ও আরো আজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে পুলিশ ঘটনার দিন আসামী সজল ও শুভকে গ্রেফতার করে এবং সার্কেল এসপি আলমগীর রহমান ও থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে থানার এসআই তহিদুল ইসলাম তহিদ সজলের বাড়িতে তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এব্যাপরে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment