সান্তাহারে রেলওয়ের সরঞ্জাম চুরি; গ্রেফতার ৫

সান্তাহারে রেলওয়ের সরঞ্জাম চুরি; গ্রেফতার ৫
নওগাঁ প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে রেলওেয়ের সরঞ্জাম চুরির দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রোববার সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) সান্তাহার সার্কেলে রেলওয়ের সম্পদ চুরির আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকার আলমের ছেলে সুজন, স্টেশন কলোনীর দোয়াত শেখের ছেলে হেলাল শেখ, ইয়ার্ড কলোনী এলাকার বোরহানের ছেলে সম্রাট হোসেন, সেলিম খানের ছেলে সজীব ওয়াজেদ এবং আবুল হোসেনের ছেলে সাহেব আলী।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর-এ নবী বলেন, রবিবার শেলীর বাড়িতে চোরেরা ৩টি রেললাইনের টুকরা ও ৩টি ব্রিজের গ্যাডার কেটে ভাগাভাগি করছিলেন। এমন সময় শেলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২৫০ কেজি ওজনের রেলওয়ের সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রেলওয়ের সম্পদ চুরির আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন