সারা দেশের ন্যায় অঘোষিত পরিবহন ধর্মঘটে জগন্নাথপুরে অসহনীয় দুর্ভোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে চলমান ছাত্র বিক্ষোভের সপ্তম দিনেও ঢাকা সহ বেশিরভাগ জেলার সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। ঢাকা,সিলেট সহ দেশের বিভিন স্থানে যাওয়ার জন্য আসা যাত্রীরা স্টেশন থেকে ফিরে গেছেন বাড়িতে। গতকাল শনিবার সকাল থেকে জগন্নাথপুরের রাস্তায় প্রাইভেট গাড়ী ছাড়া অন্য কোনো গাড়ী চলতে দেখা যায় নাই।পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘটের কথা জানান।তারা বলছেন,আন্দোলনরত ছাত্ররা ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় নিরাপত্তাহীনতার কারণে তারা গাড়ী চালাচ্ছেন না।গণপরিবহন না থাকায় যাত্রীদের কাছে কয়েকগুণ ভাড়া হাঁকাচ্ছেন রিকশা চালকরা। একশত টাকার ভাড়া চাচ্ছেন সাড়ে দুইশতও বেশি। ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসা আল আমিন সিলেট হয়ে ঢাকা যাওয়ার জন্য জগন্নাথপুরে সিএনজি স্টেশন প্রায় একঘণ্টা ধরে সিএনজির অপেক্ষায় করেন।অনেকটা বিরক্তি নিয়ে আল আমিন বলেন,আমরা সাধারণ মানুষ সবার শিকারে পরিণত হয়েছি। তার মতে,শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আমরা গন্তব্যে যেতে পারি না। পাল্টা পরিবহন মালিকদের ধর্মঘটেও আমাদের দুর্ভোগে পড়তে হয়েছে। জগন্নাথপুরের অনেক ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা দোকানের জন্য হাটে যেতে পারছিনা। আজ সকালে ঢাকা ও সিলেটে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু শুনলাম বাস চলাচল বন্ধ।সকাল থেকে বাস চলছে না বলে জানিয়েছেন বাস কাউন্টার কর্তৃপক্ষ। রাতে বাস চলাচলের খবর পেয়েছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment