কুড়িগ্রামে অপহরণের দুই মাস পর অটোচালকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা অটোচালক আশিকুর রহমান হ্নদয়ের লাশ উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩। শনিবার বিকাল সাড়ে ৩ টায় একটি জলাভূমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশিকুর রহমান ওই এলাকার দেবোত্তর পশ্চিমপাড়া গ্রামের আরিফুল ইসলামের পূত্র। র‌্যাব সূত্র জানায়, গত ৯ জুলাই রিজার্ভ ভাড়া নিয়ে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হয় আশিকুর রহমান হ্নদয়। পরে র‌্যাব-১৩ একই ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর পূত্র সন্দেহভাজন চঞ্চল (২৫) এর মোবাইল ফোন ট্রাক করে তাকে ঢাকায় আটক করে। আটককৃত চঞ্চল ও তার ভাগ্নে তানজিল অটো ছিনতাইয়ের পরিকল্পনা হিসেবে হ্নদয়কে হত্যা করে তার লাশ গুম করে। পরে র‌্যারেব কাছে স্বীকারোক্তি অনুযায়ী তার দেয়া সূত্র ধরে শনিবার বিকেলে উপজেলার চায়না বাজার সংলগ্ন ট্যানারীর দোলা নামক জলাভূমি থেকে নিহতের লাশ উদ্ধার করে। লাশটি বাঁশ দিয়ে আটকিয়ে কৌশলে পুতে রাখা লাশ হয়েছিল। এসময় সাংবাদিকদের রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক পিপিএম, পুরো ঘটনার ও হত্যাকারীদের পরিকল্পনার বর্ণনা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১ সিনিয়র এএসপি আলেফ উদ্দিন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার প্রমুখ। এছাড়া লাশ এক নজর দেখার জন্য লাশের আত্মীয়-স্বজনসহ শত শত উৎসুক জনতা ভীড় করছিল। পরে আটককৃত চঞ্চলকে রাজারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক পিপিএম। আরেক আসামী তানজিল এখনো পলাতক রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment