সান্তাহারে ট্রেনে বাড়ছে যাত্রীর চাপ ॥ দুরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোনের মুখে সান্তাহার থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীন সকল রুটে গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ৩দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সান্তাহার থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত কারি যাত্রীদের পড়তে হয়েছে দূর্ভোগের মুখে। সান্তাহারের পাশের্^য় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জাানান, নিরাপত্তার কারনে বাস শ্রমিকরা বাস চালাতে চাইছেননা। শ্রমিকরা অনিদিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এ কারনে আভ্যন্তরীন ও দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে নওগাঁর বাস যাত্রীরা সান্তাহার স্টেশনে ভিড় জামচ্ছেন। বাস চলাচল বন্ধ থাকায় সান্তাহারে ট্রেনের ওপর চাপ বেড়েছে বলে জানালেন সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন মাষ্টার রেজাউল করিম। তিনি বলেন, সিট না পেয়ে যাত্রীরা দাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন যাতায়াত করছেন। ফলে ট্রেনের টিকেট বিক্রয় বেড়েছে কয়েকগুন ।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment