মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮, আহত ৩২

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮, আহত ৩
 BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV 65% ডিস্কাউন্ট
মাদারীপুর: মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। প্রথমে স্থানীয়রা, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে।

2016_05_27_16_44_47_torKLKy7aAAq23c34yU0CUvO2afrxj_original

শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সদর উপজেলার সমাদ্দার এলাকায় ব্রিজের ওপর বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির ৮ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ৩২ জন।

আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মাদারীপুর ফায়ার সার্ভিসের  উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম ও মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির। চলতি বছর একই এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও অন্তত ১২ জন আহত হন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment