গুলশান হামলা: দুই দিনের রাষ্ট্রীয় শোক

রাজধানীর গুলশান ২ এর ৭৯ নং সড়কে হলি আর্টিসান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

image-1027

ভাষণে জঙ্গি হামলায় নিহত ওসি সালাহ উদ্দিন ও ডিবির এসি রবিউল এই দুই পুলিশ কর্মকর্তাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই নৃশংস হামলায় দুইজন পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।”

রবিউল ও সালাউদ্দীনের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে দিতে হলি আর্টিসান নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এসময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় নিহত হয়েছেন বনানী থানার ওসি সালাহ উদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল। পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন।

উদ্ধার অভিযান শেষে দুপুরে ২০ জন বিদেশির জবাই করা লাশ উদ্ধারের কথা জানায় আইএসপিআর। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে শ্রীলঙ্কার দুজন ও জাপানের এক নাগরিক রয়েছেন।
তবে এখনো ঘটনাস্থলে উপস্থিত অনেকে জীবিত নাকি মৃত তা জানা যায়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment