ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : আইজিপি

ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কেএম শহীদুল হক বলেছেন, ঢাকা সহ সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, যে কোন ধরনের জঙ্গি হামলার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।এ ছাড়া রাজধানীর কুটনৈতিক জোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে : আইজিপি
তিনি আজ রবিবার গুলশানে হামলার ঘটনায় আহত পুলিশ কনস্টেবল প্রদীপ ও আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো: জাবেদ পাটোয়ারীসহ পুলিশের উর্ধ্বত্মন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, গুলশানে রেস্টুরেন্টে হামলাকারীরা জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ওই অপরাধীদের নামের তালিকা আমাদের কাছে আগেই ছিল। তারা বিভিন্ন সময় নাম পরিবর্তন করে অপরাধমুলক কর্মকাণ্ড চালাতো।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানে ‘হলি আর্টিজেন বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত ও ২০জন পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথবাহিনীর অভিযানে ৬ জঙ্গি নিহত এবং একজন সন্দেহভাজন জঙ্গি আটক হয়। ওই রেস্টুরেন্ট থেকে ২০ জন দেশি-বিদেশি ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। – See more at: http://www.kalerkantho.com/online/national/2016/07/03/377459#sthash.10gyGUmW.dpuf

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment