বিশমপুরে নবাবগঞ্জর উপজেলার উদ্দোগ্যে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

বিশমপুরে নবাবগঞ্জর উপজেলার উদ্দোগ্যে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

 

মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার

পদ্মা বাংলাদেশ বড় নদীর মধ্যে একটি অন্যতম প্রধান নদী। এ নদীর কবলে পরে কত লোকজন যে ভীটা, মাটি হারিয়ে তা বলা বাহুল্য।
এরই ধারাবাহিকতায় পদ্মার পানি বারার অব্যহত থাকার কারনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম অঞ্চলের মানুষ এখন দূর্বিস্য দিন কাটাচ্ছে।

বিশমপুরে নবাবগঞ্জর উপজেলার উদ্দোগ্যে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

গতকাল বৃহস্পতিবার ৪ঠা আগষ্ট নবাবগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্দোগ্যে, উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বিশমপুর গ্রামে বন্যার্তদের ৫০টি পরিবারকে ৫০০ করে টাকা এবং ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ ও শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলীমোর রহমান খাঁন (পিয়ারা)।

এ সময় ত্রাণ বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কৃষি অফিসার সতনদেব নাথ, নবাবগঞ্জ উপজেলার একটি বাড়ি একটি খামারে ইনচার্জ ইউসুফ,
এ ছাড়াও শিকারীপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল মেম্বার ও ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment