প্রতিশ্রুতি রাখলেন সেতু ও পরিবহন মন্ত্রী ওবাইদুল কাদের।

প্রতিশ্রুতি রাখলেন সেতু ও পরিবহন মন্ত্রী ওবাইদুল কাদের।

 

মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় গত ১৯ শে জুন হঠাৎ করেই সফরে আসেন বাংলাদেশ সরকারের সেতু ও পরিবহন মন্ত্রী ওবাইদুল কাদের। তার এই হঠাৎ সফরে আশায় সবাই হত বম্ব হয়ে যায়।

প্রতিশ্রুতি রাখলেন সেতু ও পরিবহন মন্ত্রী ওবাইদুল কাদের।

পরে সবাই কে আসস্ত করে বলেন, আমি শুনেছি এই নবাবগঞ্জ উপজেলা হতে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসা যাওয়া করে এবং নানা ভোগান্তিতে পরে।
স্তানীয় এক বাসিন্দার কাছে ভোগান্তির কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের ঢাকা যাতায়াতের খুব সমস্যা হয়। বিশেষ করে বাসের সংখ্যা সীমিত থাকায়। এখানে আমরা সবাই মধ্য বিত্ত পরিবারের লোক বাস করি।
তাই অধিক টাকা ভাড়া দিয়ে ট্যাক্সি কিংবা সি এন জি তে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
যদি আপনি BRTC কয়েকটি বাস আমাদের কে দিতেন তা হলে আমরা হয়তো এই ভোগান্তি থেকে রক্ষা পেতাম।
তার কথার সাথে উপস্থিত জনতা সকলে একমত পোষন করেন।

তাদের এই দূর্ভোগের কথা শুনে সবাইকে প্রতিশ্রুত দিয়ে বলেন, ঈদের পর পরই দুটি BRTC বাস আপনাদের এই রাস্তায় চলবে। আমি (ওবাইদুল কাদের) এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।

তারই সুবাদে গতকাল ৪ঠা আগস্ট থেকে চালু হয়েছে যোগাযোগ মন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া ২ টি BRTC বাস।
বান্দুরা থেকে গুলিস্থান পর্যন্ত এই বাস চলবে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বান্দুরা থেকে গুলিস্তান পর্যন্ত বাসের ভারা নির্ধারন করা হয়েছে ৮০টাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment