জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহরিয়ার আলম

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ অন্যান্য সব ধরনের অপরাধ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইমাম ও ইসলামী বিশেষজ্ঞদের সম্মিলিত কার্যকরী প্রচেষ্টার মাধ্যমে এই মারাত্মক অপরাধ প্রতিরোধ করা যাবে।এখানে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেন।জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহরিয়ার আলম

এতে বক্তৃতা করেন- রাজশাহীর পুলিশ সুপার সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আরএমপি’র উপ-কমিশনার (সদর দপ্তর) নাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী চেম্বারের সভাপতি মো. মুনীরুজ্জামান এবং রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিরিন সুফিয়া খানম প্রমুখ।শাহরিয়ার আলম জেলা ও উপজেলার কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের জঙ্গিবাদ মোকাবেলা ও ধর্মের অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।তিনি জঙ্গিবাদ ও ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে প্রচারণা চালাতে সব পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, এলাকায় আসা অপরিচিত লোকদের পর্যবেক্ষণ করতে ও সন্দেহজনক কিছু দেখলে এবং এলাকার কেনো যুবক দীর্ঘদিন অনুপস্থিত থাকলে পুলিশ অবহিত করার বিষয়ে এলাকার জনগণকে সচেতন করে তুলতে হবে।– বাসস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment