জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সিপিবির

জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ অবিলম্বে একাত্তরের ঘাতক জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেছেন, যারা জামায়াতকে নিয়ে রাজনীতি করে এদের মদদ দিচ্ছে তারা প্রকান্তরে অপশক্তির পক্ষেই অবস্থান নিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখার সম্মেলনকে সামনে রেখে সন্ত্রাস-সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল পল্টনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।

জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সিপিবির

বক্তৃতাকালে সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনসহ বহুমুখী সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।তারা আরও বলেছেন, রাজনীতি ও সমাজে আদর্শবাদী ধারা ফিরিয়ে না আনতে পারলে তরুণ সমাজকে হতাশা মুক্ত করা যাবে না। এজন্য একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু এবং পরিকল্পিত শিক্ষা ও বিকশিত জীবনের নিশ্চয়তার লক্ষ্যে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য বিকাশ সাহা, ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াত, অভিনেত্রী সুমনা সোমা, সিপিবি পল্টন থানার সভাপতি এম এ তাহের প্রমুখ।– বাসস

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment