শ্রীপুরে স্বর্ণের দোকান লুট : বোমা বিস্ফোরনে আহত ৫

শ্রীপুরে স্বর্ণের দোকান লুট : বোমা বিস্ফোরনে আহত ৫

গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় হাত বোমা বিস্ফোরনে ৫জন আহত হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার মার্কেট-১ এর ২য় তলায় সঙ্গীতা জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে।
দোকানটির পাশের ব্যবসায়ী জাকির হোসেন জানান, সন্ধ্যা ৭টার পর হাত বোমা বিস্ফোরন ঘটিয়ে আনুমানিক ৪জনের ডাকাত দল দোকানে প্রবেশ করে বিক্রেতাদের জিম্মি করে মালামাল লুট করে। এ সময় আতঙ্কীত হয়ে লোকজন ছুটাছুটি শুরু করে। এতে আরও অন্তত ১০জন পথচারী আহত হয়। আহতদের মধ্যে একজন দোকান মালিকের ছেলে শুভ্রত দাশ। এ ছাড়াও তেলিহাটি গ্রামের আব্দুল কাদিরের ছেলে লিটন মিয়া বোমার আঘাতে আহত হয়ে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুরে স্বর্ণের দোকান লুট : বোমা বিস্ফোরনে আহত ৫
ঘটনায় আহত পথচারী লিটন মিয়া জানান, ডাকাত দল বোমা বিস্ফোরন ঘটিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ময়মনসিংহ অভিমুখে মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ১০ মিনিট ধরে বোমা বিস্ফোরনের শব্দ পাওয়া গেলেও ১০০গজ দুরে অবস্থিত মাওনা হাইওয়ে থানা পুলিশের তাৎক্ষনিক কোন তৎপরতা দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সঙ্গীতা জুয়েলার্সের মালিক শঙ্কর শাহা জানান, ডাকার দল দোকানে প্রবেশ করে আনুমানিক সাড়ে তিন শ’ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১কোটি ৮২লাখ টাকা। স্থানীয় লোকজন বাধা দিতে এলে ডাকাত দল মুহুর্মোহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেরিন আক্তার জানান, তাদের হাসপাতালে দোকান মালিকের ছেল শুভ্রত শাহা ও কর্মচারী নয়ন চিকিৎসাধীন আছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment