ওরা একাত্তরের পরাজিত শক্তির দোসর: খাদ্যমন্ত্রী

ওরা একাত্তরের পরাজিত শক্তির দোসর: খাদ্যমন্ত্রী

পৃথিবীতে জঙ্গি নির্মূলের যে পদ্ধতি রয়েছে, বাংলাদেশও সেই পদ্ধতি অনুসরণ করছে। আর এটাই উত্তম পদ্ধতি। কিন্তু কিছু মহল এটাকে সমালোচনা করছে। আমাদের বুঝতে বাকি নেই ওরা কারা। ওরা কী চায়। ওরা একাত্তরের পরাজিত শক্তির দোসর। শনিবার (১৩ আগষ্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওরা একাত্তরের পরাজিত শক্তির দোসর: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বলেন, ‘যারা একাত্তর, পঁচাত্তর দেখেছেন এবং পরবর্তীতে একুশে আগস্ট গ্রেনেড হামলা, গুলশান ও শোলাকিয়া হামলা দেখেছেন এসবের মধ্যে কোনো ভিন্নতা খুঁজে পাবেন না। এতেই বোঝা যায়, এটা একাত্তরের পরাজিত শক্তির কাজ। আর এ সবের নেপথ্যে আছে বিএনপি।’

বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক বলরাম পোদ্দার, কৃষকলীগ নেতা রেজাউল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment