নবাবগঞ্জে তিন দিনে দুই শতাধিক বাড়ি বিলীন

নবাবগঞ্জে তিন দিনে দুই শতাধিক বাড়ি বিলীন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা, কৈলাইল ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত কালিগঙ্গা নদীর ভাঙন ভয়ানক রূপ ধারণ করেছে। এরই মধ্যে নদীতে চলে গেছে প্রায় ৩ শতাধিক বসতবাড়ি।

নবাবগঞ্জে বিলীন ৩ শতাধিক বাড়ি

এছাড়া হুমকির মুখে রয়েছে আরো ৫-৬শ’ বসতবাড়ি। ফলে বন্যায় ওই ইউনিয়ন তিনটির কয়েক হাজার মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। উপজেলার অন্যান্য এলাকার বন্যার পানি কমলেও কালিগঙ্গার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সেই সঙ্গে নদী ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছেন অসহায় মানুষ। বিশেষ করে গত দুই দিনে চকোরিয়া, খতিয়া, কোন্ডা, বার্তা, ফতেহপুর, পাড়াগ্রাম, মাহতাবপুর, মেলেংসহ আশপাশ এলাকার প্রায় অর্ধশতাধিক বাড়ি ভেঙে নদীতে চলে গেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় নানা ধরনের আশ্বাস দিলেও এখনও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। সরজমিন দেখা যায়, উপজেলার কোন্ডা গ্রামের বাসিন্দা জাতীয় পার্টির সাবেক এমপি বোরহান উদ্দিন খানের বসতবাড়িসহ এলাকার শতাধিক পরিবার নদীতে বিলীন হয়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment