‘রান্নায় গ্যাস ব্যবহার অপচয়’

‘রান্নায় গ্যাস ব্যবহার অপচয়’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্যাস মূল্যবান সম্পদ। এ দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না।

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলার পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা নিয়ে এক অনুষ্ঠানে নিজের এই অবস্থানের কথা তুলে বলেন অর্থমন্ত্রী।

‘রান্নায় গ্যাস ব্যবহার অপচয়’

অর্থমন্ত্রী বলেন, গ্যাসের অফুরন্ত মজুদ আছে ভেবেই দেশে আবাসিকে গ্যাস সংযোগ দেয়া হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এই প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারে লাভ অনেক বেশি। আর এটা রান্নায় ব্যবহার মানে অপচয় ছাড়া কিছু নয়। পৃথিবীর খুব কম দেশেই রান্নায় গ্যাস ব্যবহার করা হয়।

বাংলাদেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ সব সময় কম। আর এ কারণে গ্যাসভিত্তিকবিদ্যুৎগুলো কোনো সময় সর্বোচ্চ ক্ষমতায় চালানো যায় না। প্রায়ই বন্ধ রাখা হয় সার কারখানাও। আর সরকারি হিসাব অনুযায়ী দেশে মোট চাহিদার ১২ শতাংশ গ্যাস ব্যবহার হয় আবাসিকে।

আবাসিক সংযোগের পাশাপাশি বিদ্যুৎ ও সার উৎপাদন, পরিবহণে জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার রয়েছে। তবে দেশে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে জানিয়ে সাত বছর ধরে আবাসিক সংযোগ সীমিত করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment