‘যোগ্য ও ত্যাগী নেতারা বিএনপিতে স্থান পাবে’

বিএনপির যোগ্য ও ত্যাগী নেতাদের নতুন করে স্থান দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনায় এসব কথাবলেন বিএনপির এই নেতা।

index

ড. মোশাররফ বলেন, আমরা গঠনতন্ত্রে সংশোধনী এনেছি। অনেকে আছে যারা এক ব্যক্তি দুই পদে আছেন। এটার পুনর্বিন্যাস করা হবে। সেখানে অনেক পদ খালি হয়ে যাবে। যাঁরা পদবঞ্চিত, তাঁদেরকেই সেখানে পদে দেওয়া হবে। আবার সেখানে হয়তো বা সিনিয়রিটি জুনিয়রিটির কিছু বিন্যাসের প্রয়োজন হতে পারে। সেই বিন্যাস হবে। আমার বিশ্বাস, যারাই ছোটখাটো মনঃকষ্টে আছে সেটা আর থাকবে না।

গত ৬ আগস্ট স্থায়ী কমিটির ১৭ সদস্যসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করে বিএনপি। নির্বাহী কমিটির আকার বাড়িয়ে করা হয়েছে ৫০২ সদস্যের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment