নবাবগঞ্জে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা

নবাবগঞ্জে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা

Brand Bazaar 13925320_931062833671374_2150733992390824802_n

মো.শামীম হোসেন সামন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়,ঘোষাইল উচ্চ বিদ্যালয়,শিকারীপাড়া টি কে এম উচ্চ বিদ্যালয় ও দাউদ উচ্চ বিদ্যালয় অংশ নেয়।প্রতিযোগিতার বিষয় ছিল “ সুযোগের অভাবই তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রধান অন্তরায়”।

নবাবগঞ্জে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা

এ প্রতিপাদ্যের পক্ষে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়,দাউদপুর উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে শিকারীপাড়া টি কে এম উচ্চ বিদ্যালয়,ঘোষাইল উচ্চ বিদ্যালয় অংশ নেয়।মডারেটরের দায়িত্ব পালন করেন জুয়েল পি রিবেরু।বিচারকের দায়িত্ব পালন করেন মাদার ম্যাক্সওয়েল টমাস,মি:মোশী মন্ডল,নুরুল ইসলাম,মঞ্জুর আলম নাহিদ। এতে সভাপতিত্ব করেন বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। প্রতিযোগিতার বিপক্ষ দল শিকারীপাড়া টি কে এম উচ্চ বিদ্যালয়,ঘোষাইল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ দলের আমিনুল ইসলাম লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার।এছাড়া এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিনা আক্তার রেজিয়া,ম্যানেজিং কমিটির সদস্য শামসুদ্দিন শামীম,শ্যামল হাজরা,প্রদীপ চন্দ্র দাস,আলমাছ চৌধুরী প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment