আইফোন ৭ প্রি-অর্ডার শুরু

আইফোন ৭ প্রি-অর্ডার শুরু

13925320_931062833671374_2150733992390824802_n

সোনা ও মূল্যবান পাথর দিয়ে স্মার্টফোন প্রস্তুতকারক ও প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের গ্রাহকদের ভালো করেই চেনে। আইফোনের জন্য ক্রেতাদের আগ্রহ কতোটা সেটা জেনেই তারা গ্রাহকদের প্রি-অর্ডারের সুযোগ দেয়। তেমনই সুযোগ দেয়া হয়েছে কোম্পানিটির পরবর্তী স্মার্টফোন আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস মডেলটিতে।

Iphone-7-Pre-Order-TechShohor

তবে অ্যাপলের ট্রেডমার্ক গোল্ডেন : ডিজাইন মোমেন্টাম, ক্লাসিক এবং ক্লাসিক ডায়মন্ড সংস্করণটির জন্যই কেবল প্রি-অর্ডার করা যাবে।

মজার বিষয় হলো, স্মার্টফোন জায়ান্টটি ২৫৬ গিগাবাইট স্টোরেজ নিয়ে নতুন আইফোন বাজারে আনছে। যা আইফোনকে প্রতিযোগিতামূলক বাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সবগুলোর পিছনে সোনার কারুকার্য থাকলেও সবচেয়ে আকর্ষনীয় হলো ক্লাসিক ডায়মন্ড সংস্করণটি। এতে ৩৬০ ভিভিএস১ গ্রেড ডায়মন্ড ও একটি ইউনিক ব্যাকলিট লোগো থাকছে। গোল্ড প্লেটটি ১০ মাইক্রোন পুরু। পাশাপাশি ক্রোকোডাইল ও পাইথন লেদার সংস্করণের আইফোনও পাওয়া যাবে।

২৫৬ গিগাবাইটের ক্লাসিক ডায়মন্ডটি ২,৯৫০ ইউরো (প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা) ও ০.৬ ক্যারেট রুবি পাথরের সাথে গোল্ড প্লেট বডির আইফোনটির দাম পড়বে ৩,৩৯০ ইউরো (প্রায় ৩ লাখ টাকা)।

13217491_878237145620610_5145439088201395157_o

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment