‘২০১৮’র মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে’

'২০১৮'র মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে'

13925320_931062833671374_2150733992390824802_n

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কোন গ্রাম আর অন্ধকার থাকবে না। আজ শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার শতকুড়ি ও চকনারায়ণ গাড়ি গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'২০১৮'র মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে'

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১৭ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১৭ কিলোমিটার লাইন নির্মাণ করে এদিন ওই ২টি গ্রামের ১৫০ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

এ সময় তিনি আরও বলেন, সরকারের বিদ্যুতায়ন পরিকল্পনায় অদূর ভবিষ্যতে গ্রাহকদের আর বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে যেতে হবে না। সমিতিতে কর্মকর্তারাই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আগ্রহীদের বাড়িতে বাড়িতে যাবেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সারিতে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছে। এই লক্ষ্যে তথ্য প্রযুক্তি ছাড়াও সকল খাতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন শুরু হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment