টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ১জনের মৃত্যু

টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ১জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডে আরো ১জনের মৃত্যু হয়েছে। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম জানা যায়নি।এর আগে শনিবারের ওই দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হন। ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে।

টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ১জনের মৃত্যু

ট্যাম্পাকো ফয়েলস নামে ওই কারখানায় বিস্ফোরণে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে কাজ চলার সময় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর কারখানার পাঁচতলা ভবনটির একাংশ ধসে পড়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক আনিস মাহমুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন দিতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment