তুরস্কে জোড়া বোমা হামলায় নিহত ২৯

বিবিসি জানিয়েছে, দুটি বিস্ফোরণের মধ‌্যে একটি গাড়ি বোমা ও অন‌্যটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা বলছেন, এই হামলার লক্ষ্য ছিলেন পুলিশ কর্মকর্তারা।স্থানীয় সময় শনিবার রাতে বেসিকতাস স্টেডিয়ামে একটি ম‌্যাচ শেষে দর্শকরা চলে যাওয়ার দুই ঘণ্টা পর ওই বিস্ফোরণ ঘটে। সে সময় গুলির শব্দ পাওয়ার কথাও কয়েকজন প্রত‌্যক্ষদর্শী বলেছেন। সন্দেহভাজন হিসেবে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে।

কোনো পক্ষ ইস্তাম্বুলে এই হামলার দায় স্বীকার করেনি। তবে চলতি বছর কুর্দি বিদ্রোহী ও ইসলামিক স্টেট তুরস্কে বেশ কয়েকটি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান শনিবারের ঘটনাকে ‘নিরাপত্তা বাহিনী ও জনগণের’ ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বেসিকতাস ওবুরসাসপোরের মধ‌্যে ফুটবল ম্যাচের পরপর এই হামলা চালানোর অর্থ হল, যত বেশি সম্ভব মানুষকে হত‌্য‌ার উদ্দেশ‌্য ছিল হামলাকারীদের।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment