মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের নামে সড়ক নামকরণের দাবি

94মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণের দাবি জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার বিকেলে এমন দাবি সংবলিত একটি স্মারকলিপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কাছে হস্তান্তর করে সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে কমিটি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বরেণ্য বিদেশি নাগরিকদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানা দেয়ার সিদ্ধান্ত নেয়।যাদের মধ্যে রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান, রাজনীতিবিদ, সমরনায়ক, বরেণ্য শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী রয়েছেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত আট দফায় প্রায় ৩০০ বরেণ্য বিদেশিকে এ সম্মাননা দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে-২০১৬-১৭ সালে ভারতে বিশেষ মর্যাদায় শ্রীমতি ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। আমারা প্রস্তাব করছি এ বছরই রাজধানীর কূটনৈতিক এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক ইন্দরা গান্ধীর নামে রাখার জন্য। একই সঙ্গে ভারতসহ অন্যান্য দেশের বরেণ্য ব্যক্তিদের নামে কূটনৈতিক এলাকার বিভিন্ন সড়কের নাম রাখার প্রস্তাব করছি। যা বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুল হুদা, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ভাস্কর ফৈরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment