রোহিঙ্গা গ্রামের আগুনে সেনা সম্পৃক্ততার নতুন ‘প্রমাণ’ দিয়েছে এইচআরডব্লিউ

আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি বলছে, রাখাইনের রোহিঙ্গা গ্রাম ওয়া পেইকের স‌্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা দেখেছে, ওই গ্রামটি যখন জ্বালিয়ে দেওয়া হয়, সে সময় কাছের সেনাচৌকির সামরিক ট্রাকগুলো সক্রিয় ছিল।

এ বিষয়টি ঘটনার সময় ওই এলাকায় সেনা উপস্থিতি প্রমাণ করে বলে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংগঠনের এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, “এক মাসের মধ‌্যে রোহিঙ্গারা তিন শতাধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে আর সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকার পরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে- এটা বিশ্বাস করা কঠিন।”

ব্র্যাড অ্যাডামস বলছেন, কৃত্রিম উপগ্রহের এই ছবির কারণে মিয়ানমারের সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন। বিষয়টি ক্রমাগতভাবে অস্বীকার করে আসায় তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে, এখন তাদের তা স্বীকার করতে হবে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment