নারায়ণগঞ্জে দলবাজদের বসিয়েছে সরকার: বিএনপি

152বিএনপির দাবি প্রত্যাখ্যান করে সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলবাজ প্রশাসন এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে দলীয় ‘ক্যাডারদের’ বসিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ প্রশাসন বসানো থেকে শুরু করে নির্ভয়ে ভোট দেওয়ার নির্বাচনী পরিবেশ নিশ্চিতের পরিবর্তে প্রশাসনে দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে নির্বাচনী কাজে। ভোট নেয়ার জন্য নিয়োগ করা হচ্ছে সরকারদলীয় ক্যাডারদের।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে একসময়ে ছাত্রলীগ করা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নাসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, এই প্রশ্নটি এখন মানুষের মুখে মুখে।’

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মাঝে একধরনের আশঙ্কা ও অস্বস্তি ঘনীভূত হচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ইতিমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে। ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে উৎকণ্ঠিত।’

ইসি নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দাবি করে রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর একটাই প্রশ্ন- তারা ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারবে কি না। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বারবার নির্বাচন কমিশনের কাছে দলবাজ কর্মকর্তাদের নির্বাচনী কাজ থেকে বাদ দিয়ে নিরপেক্ষ প্রশাসন সাজানোর আহ্বান জানালেও নির্বাচন কমিশন সেটিকে আমলে নেয়নি। সেনা মোতায়েনের যৌক্তিক দাবিকে সিইসি উড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাসকবলিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ক্যাডারদের হাতে যে বিশাল বৈধ-অবৈধ অস্ত্রের ভাণ্ডার রয়েছে, তা উদ্ধার কিংবা জমা নেওয়ার প্রয়োজন বোধ করেনি নির্বাচন কমিশন। এমনি এক বিরূপ পরিবেশে কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি নিয়ে জনমনে যে অনিশ্চয়তার জন্ম হয়েছে, সেটি কোনোভাবেই দূরীভূত হচ্ছে না।’

মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেলে দুঃশাসনের বিরুদ্ধে এক বিশাল নীরব বিপ্লব ঘটে যাবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment