‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সমাবেশের ঘোষণা’

416‘বিএনপি সমাবেশ করার ঘোষণা দেয় বিশৃঙ্খলা করার জন্য’ এমন অভিযোগ করে অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের ৫ জানুয়ারি উনারা যেভাবে অগ্নিসংযোগ করে পেট্রেলবোমা মেরে মানুষ হত্যা করেছিলেন, এ বছরও সারাদেশে কালো দিবস পালনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অায়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপির) উসকানিতে বরিশালসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা হয়েছে। অামি বলবো, এসব ঘটনার জন্য বেগম খালেদা জিয়া দায়ী। এর অাগে অাগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন, এবার উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। কিন্তু বাংলার জনগণ অাপনাদের বিচার করবেই।’

যারা পেট্রেলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছিল তাদের বিচার করা হোক। দ্রুত বিচারের মাধ্যমে (খালেদা জিয়াকে) অাইনের অাওতায় অানা হোক এমন দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘৫ জানয়ারি নির্বাচন না হলে গণতান্ত্রিক সরকার থাকতো না, ২০০৭ সালের মতো অগণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হতো। বিএনপি নেত্রী যে স্বাধীনভাবে কথা বলছেন, সমাবেশের ডাক দিচ্ছেন এটা সম্ভব হতো না। বিএনপি নেতারা যে বড় বড় কথা বলেন সেটা সম্ভব হতো না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- অায়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !
আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন3d

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment