নবাবগঞ্জে দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশের শীর্ষ জাতীয় দৈনিক

(ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রোববার বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে র‌্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দেশের শীর্ষ জাতীয় দৈনিক

দুপুর ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী বের করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে পূনরায় প্রেসক্লাব ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বক্তারা বলেছেন, প্রথম আলো সাহসের সাথে ১৯বছর পার করেছে। আপসহীন, নির্দলীয়, নিরপেক্ষ সংবাদ প্রকাশ করায় প্রথম আলোকেই এদেশের প্রথম সারির পত্রিকা বলে মনে করেন। এছাড়াও বক্তারা বলেন, প্রথম আলো শিক্ষার্থীদের জন্য পড়াশোনা পাতা সাজেশন মূলক থাকায় এতে করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। প্রথম আলো এদেশের নারীদের কথা বলে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, প্রথম আলো দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কাজী মোহাম্মদ সোহেল, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, নারী নেত্রী মাধূরী বণিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বন্ধু সভার সাবেক সভাপতি মহসিন হাসান লিটু। আলোচনা সভা শেষে বন্ধুসভার একটি ভাল কাজ হিসেবে উপজেলার ১৪টি বিদ্যালয়ের ১৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment