বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের অানন্দ র‍্যালী

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের অানন্দ র‍্যালী

ফিরোজ হোসেন, নবাবগঞ্জ (ঢাকা) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় অানন্দ র‍্যালী করেছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের অানন্দ র‍্যালী

সোমবার সকাল ১০ টায় উপজেলার কায়কোবাদ চত্বর থেকে র‍্যালীটি বের হয় উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অাওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অাব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজাম্মান তরুণ, বীর মুক্তিযোদ্ধা অাবুল কালাম অাজাদ দারু, নবাবগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন অাহম্মেদ ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ইব্রাহীম খলীল, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান অাওয়ামীলীগ নেতা অসীম সরকার, অাবুল হোসেন, জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজাম্মান রনি, এস এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অাসাদুজাম্মান রনি, ছাত্রলীগ নেতা শোভন শিকদার, নাহিদুল অালম নাদিম, মো. ফিরোজ হোসেন, মো.সম্রাট প্রমুখ। পরে র‍্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে অালোচনা সভার অায়োজন কর হয়।

Save

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment