দোহারে ট্রাক ও মোটসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

দোহারে ট্রাক ও মটকবাইক সংঘর্ষে এক যুবক নিহত

ঢাকা জেলার দোহার উপজেলায় নারিশা ইউনিয়নের ঝনকি নিবাসী সোহান চোকদার(২৪) নামে এক যুবক নীজ মোটরবাইকের সাথে উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।

দোহারে ট্রাক ও মটকবাইক সংঘর্ষে এক যুবক নিহত

বৃহস্পতিবার দুপুর ১২:০০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। সে গত সাত মাস যাবত বিয়ে করেছেন। পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার জয়পাড়া টু দোহার যাওয়ার নুরপুর মাঠ সংলগ্ন সড়কে ট্রাক ও মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে নারিশা ইউনিয়নের ঝনকি নিবাসী বোরহান চোকদারের ছেলে সোহান চোকদার নিহত হন। সোহান নিজ মোটরবাইক চালিয়ে নুরপুর মাঠ সংলগ্ন সড়ক পার হওয়ার সময় সামনে চলে আসা একটি বড় ট্রাক যেখানে ট্রাক নম্বর ঢাকা মেট্রো- ট ১৮-০৬৮৬ তার মোটরবাইক সহ তার উপর দিয়ে উঠে যায়। এ সময় তার মাথার উপর দিয়ে ট্রাকটি উঠে যাওয়ায় মাথা থেতলে গিয়ে মুখ বাকা হয়ে প্রচুর রক্তক্ষরন হয়, দু-পায়ের মাঝের অংশের মাংসপ্রাচীর ক্ষয়ে পরে, পিঠের বাঁম পাশের কিডনির মাংসপ্রাচীর ক্ষয়ে পরে, দুটি পা-এর হাটু সহ বাঁম হাতটি ছিঁলে হাতের হাড় বের হয়ে পড়ে, পাশাপাশি নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারাযায়। পরে দোহার থানা পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃগ সোহানের বাবা, মা সহ বেশকিছু আত্নিয়-স্বজন এলে তাদের কান্না-চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠে। এ বিষয়ে দোহার থানা এস আই আল-মামুন জানান, তিনি ঘটনাস্থল থেকে সোহান’কে মূমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান সে ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি সহ ট্রাকের হেলপার’কে আটক করে দোহার থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার সময় তার সাথে থাকা একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। মোবাইল ফোন থেকে তার পরিবারের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সোহানের মৃত্যু সম্পর্কে অবগত করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং ট্রাকটির চালককে খুজে বের করে দোষীদের শনাক্ত আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Save

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment