ইতালিকে ছাড়া বিশ্বকাপ হবে ‘দুর্ঘটনা’, বলছেন লো

ক্রীড়া ডেস্ক : ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়েছে ইতালি। জার্মানির কোচ জোয়াকিম লো মনে করেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়া বিশ্বকাপ হবে একটা ‘দুর্ঘটনা’। বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফের প্রথম লেগে সুইডেনের মাঠে ১-০ গোলে হেরেছে ইতালি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে হলে সোমবার রাতে সান সিরোতে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে ‘আজ্জুরি’দের। এমন অবস্থায় দলের পাশাপাশি চাপে আছেন ইতালির কোচ জিয়ামপিয়েরো ভেনতুরাও। কারণ ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে খুব সম্ভবত চাকরি হারাতে হবে তাকে। আগেই রাশিয়ার টিকিট নিশ্চিত করা জার্মানির কোচ লো মনে করেন, সুইডেন যেভাবে খেলেছে তাতে বিশ্বকাপে যাওয়াটা তাদের প্রাপ্য। সেই সঙ্গে তিনি এটাও মনে করেন, ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে টুর্নামেন্ট রং হারাবে। মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে জার্মানির প্রীতি ম্যাচের আগের দিন লো সাংবাদিকদের বলেন, ‘ইতালি যেতে (বিশ্বকাপে) না পারলে এটা হবে তাদের জন্য দুর্ঘটনা। তবে সুইডেনের যাওয়াটাও প্রাপ্য। তারা দারুণ উন্নতি করেছে, তাদের ভালো খেলোয়াড় আছে।’ ‘শেষ পর্যন্ত কোন দল যাবে, তা নিয়ে আমি মাথা ঘামাব না। তবে আমি অধীর হয়ে অপেক্ষা করছি, বিশেষ করে প্রথম লেগের কারণে’- বলেন জার্মান কোচ। তথ্যসূত্র : ফোর ফোর টু।

ক্রীড়া ডেস্ক :

১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়েছে ইতালি। জার্মানির কোচ জোয়াকিম লো মনে করেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়া বিশ্বকাপ হবে একটা ‘দুর্ঘটনা’।

বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফের প্রথম লেগে সুইডেনের মাঠে ১-০ গোলে হেরেছে ইতালি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে হলে সোমবার রাতে সান সিরোতে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে ‘আজ্জুরি’দের।

ক্রীড়া ডেস্ক : ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়েছে ইতালি। জার্মানির কোচ জোয়াকিম লো মনে করেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড়া বিশ্বকাপ হবে একটা ‘দুর্ঘটনা’।  বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফের প্রথম লেগে সুইডেনের মাঠে ১-০ গোলে হেরেছে ইতালি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে হলে সোমবার রাতে সান সিরোতে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে ‘আজ্জুরি’দের।  এমন অবস্থায় দলের পাশাপাশি চাপে আছেন ইতালির কোচ জিয়ামপিয়েরো ভেনতুরাও। কারণ ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে খুব সম্ভবত চাকরি হারাতে হবে তাকে।  আগেই রাশিয়ার টিকিট নিশ্চিত করা জার্মানির কোচ লো মনে করেন, সুইডেন যেভাবে খেলেছে তাতে বিশ্বকাপে যাওয়াটা তাদের প্রাপ্য। সেই সঙ্গে তিনি এটাও মনে করেন, ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে টুর্নামেন্ট রং হারাবে।  মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে জার্মানির প্রীতি ম্যাচের আগের দিন লো সাংবাদিকদের বলেন, ‘ইতালি যেতে (বিশ্বকাপে) না পারলে এটা হবে তাদের জন্য দুর্ঘটনা। তবে সুইডেনের যাওয়াটাও প্রাপ্য। তারা দারুণ উন্নতি করেছে, তাদের ভালো খেলোয়াড় আছে।’  ‘শেষ পর্যন্ত কোন দল যাবে, তা নিয়ে আমি মাথা ঘামাব না। তবে আমি অধীর হয়ে অপেক্ষা করছি, বিশেষ করে প্রথম লেগের কারণে’- বলেন জার্মান কোচ।  তথ্যসূত্র : ফোর ফোর টু।

এমন অবস্থায় দলের পাশাপাশি চাপে আছেন ইতালির কোচ জিয়ামপিয়েরো ভেনতুরাও। কারণ ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে খুব সম্ভবত চাকরি হারাতে হবে তাকে।

আগেই রাশিয়ার টিকিট নিশ্চিত করা জার্মানির কোচ লো মনে করেন, সুইডেন যেভাবে খেলেছে তাতে বিশ্বকাপে যাওয়াটা তাদের প্রাপ্য। সেই সঙ্গে তিনি এটাও মনে করেন, ইতালি বিশ্বকাপে যেতে ব্যর্থ হলে টুর্নামেন্ট রং হারাবে।

মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে জার্মানির প্রীতি ম্যাচের আগের দিন লো সাংবাদিকদের বলেন, ‘ইতালি যেতে (বিশ্বকাপে) না পারলে এটা হবে তাদের জন্য দুর্ঘটনা। তবে সুইডেনের যাওয়াটাও প্রাপ্য। তারা দারুণ উন্নতি করেছে, তাদের ভালো খেলোয়াড় আছে।’

‘শেষ পর্যন্ত কোন দল যাবে, তা নিয়ে আমি মাথা ঘামাব না। তবে আমি অধীর হয়ে অপেক্ষা করছি, বিশেষ করে প্রথম লেগের কারণে’- বলেন জার্মান কোচ।

তথ্যসূত্র : ফোর ফোর টু।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment