লেকহেড স্কুল খুলে দেয়ার রায় স্থগিত

লেকহেড স্কুল খুলে দেয়ার রায় স্থগিত
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেয়া রাজধানীর ধানমন্ডি ও গুলশানের লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী রবিবার ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার হাইকোর্ট এক আদেশে স্কুলটির দুটি শাখা খুলে দেয়ার নির্দেশ দেয়। এরপর নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে আজ বুধবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল হাইকোর্ট আদেশে ২৪ ঘণ্টার মধ্যে ওই স্কুলের ধানমন্ডি ও গুলশানের শাখা খুলে দেয়ার নির্দেশ দেয়। পাশাপাশি লেকহেড স্কুল কর্তৃপক্ষকে জঙ্গিবাদসহ যেকোনো বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেয়।
স্কুল খুলে দিতে আনা রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment