জাতিসংঘে আবারো সিরিয়ার পক্ষ নিলো রাশিয়া

জাতিসংঘে আবারো সিরিয়ার পক্ষ নিলো রাশিয়া

জাতিসংঘে আবারো সিরিয়ার পক্ষ নিলো রাশিয়া

সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে জাতিসংঘের করা একটি তদন্তের সময় একবছর বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে দেয়া যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে মস্কো। রাশিয়ার এ অবস্থানের কড়া সমালোচনা করেছে ওয়াশিংটন।

তদন্তের সময় বাড়াতে এর আগে রাশিয়াও একটি খসড়া প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাবে খান শেইখৌনে রাসায়নিক হামলা বিষয়ে আসাদ বাহিনীর সম্পৃক্ততা নিয়ে তথ্য নতুন করে খতিয়ে দেখার প্রস্তাব এবং তদন্ত দলের সদস্য পরিবর্তনের কথা ছিল। যুক্তরাষ্ট্রের আপত্তির মুখে মস্কোর প্রস্তাবটি গৃহীত হয়নি।
সিরিয়ায় রাসায়নিক হামলায় কারা জড়িত তা খুঁজে দেখতে ২০১৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও রাসায়নিক অস্ত্রবিরোধী বিভিন্ন সংস্থা মিলে এ তদন্ত করছে। বিবিসি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment