ভিসার শর্ত ভঙ্গের দায়ে সৌদিতে আটক ২৪ হাজার

ভিসার শর্ত ভঙ্গের দায়ে সৌদিতে আটক ২৪ হাজার

সাম্প্রতিক সৌদি আরব সরকার বিদেশিদের ভিসা কঠোর করেছে। আর তারই জের ধরে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে দেশটিকে ২৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) শনিবার জানিয়েছে, গত তিনদিনে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভিসার শর্ত ভঙ্গের দায়ে সৌদিতে আটক ২৪ হাজার

জানা গেছে, ওই ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার সাতশ দুই জনকে ইকামার অর্থাৎ বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। তিন হাজার আটশ ৮৩ জনকে সীমান্ত নিরাপত্তা এবং চার হাজার তিনশ ৫৩ জনকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় তিনশ ৯৪ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে দেশটির প্রবাসী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম ভঙ্গের অভিযোগে তারা আট হাজার চারশ ৩৩ জনকে আটক করেছে। এদের মধ্যে সাত হাজার চারশ ৯১ জন পুরুষ এবং নয়শ ৪২ জন নারীও রয়েছে। ওই প্রবাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে।

অধিকাংশ ব্যক্তিকেই মক্কা থেকে আটক করা হয়েছে। এছাড়া রিয়াদ, আসির, জাজান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতেও অভিযান চালানো হয়।

সূত্র: সৌদি গেজেট, আরব নিউজ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment