রোহিঙ্গা ফেরতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষর

রোহিঙ্গা ফেরতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার। বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেইপিদুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী কিয়ো তিন সোয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন। খবর ইউএনবির।

রোহিঙ্গা ফেরতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষর

চুক্তিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম আগামী দুই মাসের মধ্যে শুরু করা হবে। তবে কবে নাগাদ এই কার্যক্রম শেষ হবে এ ব্যাপারে কিছুই বলা হয়নি।

এর আগে বৈঠকে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত চুক্তির সংশোধনীর বিষয়ে মতমিনিময় করেন দুই মন্ত্রী।

এক জ্যেষ্ঠ কূটনীতিক চুক্তির বিষয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময়সীমার ব্যাপারে বাংলাদেশের সব প্রত্যাশা পূরণ করেনি মিয়ানমার।তারা শুধু প্রত্যাবাসন শুরুর বিষয়ে রাজী হয়েছে তবে কবে নাগাদ শেষ হবে সে বিষয়টি নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেছেন, আমরা অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি। যদি আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে পূরণ হয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment