‘রাজনীতিকরা দুর্নীতিমুক্ত থাকলে দুর্নীতি অর্ধেক কমে যাবে’

‘রাজনীতিকরা দুর্নীতিমুক্ত থাকলে দুর্নীতি অর্ধেক কমে যাবে’

‘আমরা রাজনীতিকরা যদি দুর্নীতিমুক্ত থাকি তবে দেশের দুর্নীতি স্বাভাবিকভাবেই অর্ধেক কমে যাবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার এ কথা বলেন।

‘রাজনীতিকরা দুর্নীতিমুক্ত থাকলে দুর্নীতি অর্ধেক কমে যাবে’

ওবায়দুল কাদের বলেন, ‘সততা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত রেখে গেছেন বঙ্গবন্ধু। কিন্তু আমরা যারা বর্তমানে রাজনীতি করছি তাদের মধ্যে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন- আমি সৎ, আমি শতভাগ সৎ মানুষ।’

শনিবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ, সততা বড় সম্পদ। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। আর মানুষের ভালোবাসা পেতে হলে সৎ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মাটির কাছে থাকতে হবে, এ শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন।’

এ সময় তিনি অনুষ্ঠানে মন্ত্রীদের না আনার পরামর্শ দিয়ে বলেন, ‘মন্ত্রী না আসলে ক্যামেরা আসে না, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মন্ত্রী ছাড়া অনুষ্ঠান কেন হবে না? এতগুলো বিজ্ঞ মানুষ এত ভালো কথা বলেন, এরপরও মন্ত্রী বারবার কেন?’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারওয়ার, বাংলাদেশে ইউনেসকোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, আবৃতিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment