কেরাণীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা

কেরাণীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কেরাণীগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভা যাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কেরাণীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো.ফখরুল আলম, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো.জজ মিয়া, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আব্দুল আলী,শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন,কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.হুমায়ুনগনি, হাজী মো.জাহিদ সেন রনি, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এইচ এম মেহেদী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন সহ কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন ও ব্যান্ডপার্টিসহকারে আনন্দ শোভাযাত্রায় অংশনেয়।

এছাড়াও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও এ শোভাযাত্রায় অংশনেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment