কালিয়াকৈর থেকে ‘নদী যাত্রা’ শুরু

কালিয়াকৈর থেকে ‘নদী যাত্রা’ শুরু

উত্তরবঙ্গ অভিমুখে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের তিন দিনব্যাপী ‘নদী যাত্রা’ শুরু হয়েছে।

কালিয়াকৈর থেকে ‘নদী যাত্রা’ শুরু

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয়।

চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সা’দাত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ড. মহসিন আলী মণ্ডল প্রিন্স, একে এম সিরাজুল ইসলাম, ড. বোরহান উদ্দিন অরণ্য প্রমুখ।

সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সা’দাত জানান, উত্তরবঙ্গের নদীগুলো দখল, দূষণ, ভাঙন ও ভরাট রোধ করে খনন-পুনঃখননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনতে ও উজানের অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা থেকে তেঁতুলিয়া অভিমুখে তিন দিনব্যাপী এ নদী যাত্রার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, তিন দিনব্যাপী এ নদী যাত্রা সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে ফারাক্কায় এসে শেষ হবে। যাত্রাকালে এসব স্থানে সাংবাদিক সুশীল সমাজ, নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment