শাহজালালে ওষুধ ও ইনজেকশন জব্দ

শাহজালালে ওষুধ ও ইনজেকশন জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ওষুধ ও ইনজেকশন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত ওষুধের বাজার মূল্য ৩০ লাখ টাকা।

শাহজালালে ওষুধ ও ইনজেকশন জব্দ

বৃহস্পতিবার বিমানবন্দরে কলকাতা থেকে আসা যাত্রীর কাছ থেকে ওই ওষুধ জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদ থাকায় কলকাতা থেকে আসা যাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আটক সজল বনিক পশ্চিমবঙ্গের বাসিন্দা।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তার ব্যাগ স্ক্যান করা হয়। তার ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়।

আমদানি নীতি অনুযায়ী রোগীর ব্যবস্থাপত্র ব্যতীত বা ওষুধ প্রশাসনের পূর্বানুমতি বাদে কোনো ওষুধ বাংলাদেশে আমদানি করা যাবে না। এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment