শ্রীনগরে ১ দিনের পরিত্যক্ত নবজাতক উদ্ধার : ইউএনও দায়িত্ব নিয়ে নাম দিলেন বিজয়

শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় ১ দিনের এক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় উপজেলার হাসাড়া ইউনিয়নের পালের বাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক দিন বয়সের ছেলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান খানের তত্বাবধানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শিশুটির পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল দায়িত্ব ভার গ্রহন করেন এবং বিজয়ের মাসের সাথে মিল রেখে শিশুটির নাম রাখেন বিজয়।

স্থানীয়রা জানায়, হাসাড়া ইউনিয়নের পালের বাড়ী এলাকার জেলেপাড়ার রাস্তার পাশে কাপড় দিয়ে মোড়ানো পোটলা দেখে আশ-পাশের নারীরা জড়ো হতে থাকে। পরে ওই এলাকার রাজন রাজবংশী কাপড় সরিয়ে ভেতরে কি রয়েছে দেখার চেষ্টা করলে শিশুটি চিৎকার দিয়ে উঠে। শিশুটির নভি কাটা দেখে ধারণা করা হচ্ছে এর বয়স একদিন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিশুটির সর্বোচ্চ যতেœর নির্দেশ দেওয়া হয়েছে। পরিচয় না পাওয়া গেলে শিশুটিকে মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment