সালমার যৌন হয়রানির অভিযোগ, উইনস্টেইনের অস্বীকার

পটুয়াখালী ঃ বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আলহজ্ব মিসেস লুৎফুন নেছা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনারযোগ্যনেতৃত্বের ফলেদেশ আজ অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে’। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীদেশের শহর গ্রাম অঞ্চলের অসহায়, গরীব ও দুঃস্থ নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আর্থিক সাহায্য, ঋণ প্রদান ও বিনা মূল্যে বিভিন্ন সামগ্রী প্রধান করে তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলছেন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলয়াতনে জেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা এর সুপারিশে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে ২৫ জন দরিদ্র ব্যক্তির জন্য আর্থিক সহায়তা চেক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ১৯ জন দরিদ্র মহিলাদরে মাঝে ১৯ টি সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সাবেক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য সালমা জাহান, প্রেসক্লাবের সভাপতি কাজী সামমুর রহমান ইকবাল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার, হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহলাম মৃধা, আব্দুল করিম মৃধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজমুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, এসময় জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী রুহুল আমিন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরদার সোহরাব হোসেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ,সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান রাসেল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় সরগরম বিশ্বের শোবিজ অঙ্গন। হলিউডের পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরাও প্রকাশ করছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনা। এ তালিকায় নতুন নাম জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক।

সম্প্রতি এ অভিনেত্রী হার্ভে উইনস্টেইনের সঙ্গে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্রিদা’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। ‘হার্ভে ইজ অ্যা মনস্টার’ শিরোনামের একটি কলামে তিনি এ প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। শুধু তাই নয়, হার্ভে তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন বলে জানান তিনি।

এ অভিনেত্রী লিখেছেন: ‘হার্ভে উইনস্টেইন ছিলেন সিনেমাপ্রেমী, ঝুঁকি গ্রহণকারী, নতুন প্রতিভাবানদের অভিভাবক, একজন প্রিয় বাবা এবং একজন অত্যাচারী। বছরের পর বছর ধরে তিনি আমার কাছে একজন অত্যাচারী ব্যক্তি।’

তিনি আরো লেখেন, ‘ফ্রিদা আমার জীবনের একটি বড় প্রোজেক্ট ছিল। আমি হার্ভের সঙ্গে কাজের ব্যাপারে বেশ খুশি হয়েছিলাম। কিন্তু, কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই তার আসল রূপ বেরিয়ে আসতে থাকে। তিনি কখনো আমার হোটেল রুমে আসতে চেয়েছেন। আবার কখনো আমাকে একসঙ্গে গোসলের প্রস্তাব দিয়েছেন। আমি প্রত্যেকবারই তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এক সময় তিনি অভিযোগ করেন, সিনেমায় আমি আবেদনময়ী হয়ে উঠতে পারছি না। সিনেমা বন্ধ করে দেয়ার হুমকি দেন। কিন্তু আমি তা চাইনি। তখন হার্ভে আমাকে অন্য নারীর সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেন। এরপর একাধিকবার হার্ভে আমাকে নানাভাবে হয়রানি করেছে। আমি তার এই কাজের কথা সবাইকে বলে দেয়ার কথা জানালে সে বলেছিল, ‘আমি তোমাকে হত্যা করব, তোমার কি মনে হয় আমি সেট পারব না?’

তবে এ অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে উইনস্টেইন। তিনি জানিয়েছেন, সালমাকে প্রথম সারির অভিনেত্রী মনে করেন তিনি। আর ফ্রিদা কাহলো চরিত্রটিতে জেনিফার লোপেজও অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু সালমাকেই বেছে নিয়েছিলেন হার্ভে।

উইনস্টেইনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব উইনস্টেইন সালমাকে নারীর সহ-অভিনেত্রীর সঙ্গে জোরপূর্বক অভিনয় করানোর বিষয়টি মনে করতে পারছেন না এবং তিনি দৃশ্যধারণের সময় সেখানে ছিলেন না। যাহোক, ফ্রিদা কাহলো চরিত্রটি ছিল বাইসেক্সুয়াল এবং হায়েক জিওফ্রি রাসের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ যৌন দৃশ্য করেছিলেন। সালমা হায়েকের পক্ষ থেকে যেসকল অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা যা প্রকাশিত হয়েছে তা সত্য না মিথ্যা বুঝতে পারবেন।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment