জাবিতে ‘বিজয় দিবস পালিত’

জাবিতে ‘বিজয় দিবস পালিত’

 

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় ৪৭ তম বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ভোরে সাড়ে ছয়টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জাবিতে ‘বিজয় দিবস পালিত’

এর আগে সূর্যোদয়ের সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রশাসনিক ভবনে যথাক্রমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এছাড়া সকাল ৯.০০ টায় উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপাচার্য কাপ হ্যান্ডবলে নওয়াব ফয়েজুন্নেসা হল শেখ হাসিনা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বেলা এগারোটায় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সুপারিতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে এগারোটায় উপাচার্য কেন্দ্রীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ ভিত্তিকগ্রন্থ, জার্নাল, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিকাল ৫.০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে প্রশাসন ভবন, হলসমূহ ও বিভিন্ন গেইটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে এবং আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment