দোহার নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

দোহার নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

 নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জানাতে হবে দেশ প্রেমের চেতনা। তাহলেই আমরা সফল হবো। বায়ান্ন থেকে ত্রকাত্তর নানা আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে রক্তের সিঁড়ি বেয়ে এসেছে আমাদের-এ বিজয়। মনে রাখতে হবে স্বাধীনতাবিরোধী অপশক্তি পরাজিত হলেও সক্রিয় রয়েছেন।

দোহার নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

এ অপশক্তিকে প্রতিহত করতে না পারলে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে। শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথিরা বক্তব্যে এ কথা বলেন। মহান বিজয় দিবস আমাদের গৌরব ও অহংকারের দিন। আজ থেকে ছেচল্লিশ বছর আগে পাকিস্তানিদের অন্যায় .অত্যাচার ও অপশাসনের দেয়াল ভেঙে আমরা পেয়েছিলাম আমাদের মহান মক্তিযুদ্ধের কাঙ্খিত বিজয়। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে, দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধ করে আমরা বিজয় লাভ করেছিল । শুধু রণাঙ্গনেই নয়, সেদিন মুক্তিকামী প্রতিটি বাঙালির যার যা আছে তাই নিয়ে শক্রর মোকাবেলা করতে প্রস্তত হয়েছিলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও দোহারের নিবার্হী কর্মকর্তা কেএম আল আমিন। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আব্দুল মান্নান খান, সাবেক সাংসদ আবু মো. সুবিদ আলী টিপু, খন্দকার হারুনুর রশিদ, জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, আজিজুর রহমান ফকু,আইজিআর খান আব্দুল মান্নান, সাবেক এআইজিপি শহীদুল্লাহ খান, ঢাকা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন সহকারী কমিশনার (ভূমি)ইমরুল হাসান, ওসি শেখ সিরাজুল ইসলাম, মোস্তফা কামাল, মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মিয়া, কেএস আলম পোখরাজ, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আনার কলি পুতুল, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, নবাবগঞ্জের কমান্ডার শাহ্ আবু বকর সিদ্দিকী, আব্দুল মজিদ, নবাবগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক সুরুজ আলম, নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মো. ইব্রাহীম খলিল, দেওয়ান মোসলেম উদ্দিন প্রমুখ।

এদিকে জাতীয় পার্টির নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন শরীফ, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার,কফিল উদ্দিন, মান্নান মাষ্টার, একেএম আব্দুল হালিম, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, ডা. আলাউদ্দিন আল আজাদ, আব্দুল আলীম, মশিউর রহমান, এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment