”বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে না”- ওবায়দুল কাদের

”বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে না”- ওবায়দুল কাদের

বিএনপির নিজেদের ঘরেই গণতন্ত্র নেই এ জন্য জন্য তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
”বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে না”- ওবায়দুল কাদেরআজ(সোমবার) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে সড়ক ও জনপদ বিভাগের প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত ফুট ওভার ব্রীজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । এসময় তিনি আরও বলেন দলীয় প্রতীকে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের নির্বাচন হবে। এ জন্য দলীয় মনোনয়ন বোর্ডে বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ”দেশে যদি গণতন্ত্র না থাকতো তা হলে আইপিইউ সম্মেলন হলো কিভাবে। তাই আমরা বলবো বিএনপির দলেই গণতন্ত্র নেই। দেশ যদি কারাগারে পরিণত হয় তা হলে বিএনপির বড় বড় নেতারা বিভিন্ন মামলায় জামিন নিয়ে জেল থেকে কিভাবে বের হলো। তাছাড়া যথা সময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী আশুলিয়ার নবীনগর এলাকায় তিন কোটি টাকা ব্যায়ে একটি ফুট ওভার ব্রীজ উদ্বোধন করেন মন্ত্রী। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে দুটি ওভার ব্রীজ হওয়ায় মহাসড়কে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। মন্ত্রীর সাথে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবালসহ আরো অনেকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment