মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে “পলাশী থেকে ধানমন্ডি ” প্রামাণ্যচিত্র প্রদর্শিত।

মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে "পলাশী থেকে ধানমন্ডি " প্রামাণ্যচিত্র প্রদর্শিত।

 মোঃ মানিক মিয়া, লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে রবিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি’র উদ্বোধনে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর কাহিনী, সংলাপ ও পরিচালনায় প্রামাণ্যচিত্র “পলাশী থেকে ধানমন্ডি ” প্রদর্শিত হয়। লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে "পলাশী থেকে ধানমন্ডি " প্রামাণ্যচিত্র প্রদর্শিত।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, পূর্বাপর ঘটনাবলি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে নির্মিত তিন ঘন্টার এই প্রামাণ্যচিত্র কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে। এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশীদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ। অনেক ছাত্রছাত্রী এ প্রামাণ্যচিত্র দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা ইতিপূর্বে এর অনেক কিছুই জানতো না, কিন্তু এবার এটি দেখার পর সেসব জানতে পেরেছে বলে জান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment