ক্ষমা দাবি করে প্রধানমন্ত্রীকে খালেদার নোটিস

ক্ষমা দাবি করে প্রধানমন্ত্রীকে খালেদার নোটিস

ক্ষমা দাবি করে প্রধানমন্ত্রীকে খালেদার নোটিসসৌদি আরবে খালেদা জিয়া পরিবারের বিপুল সম্পদ থাকার বিষয় তোলা বক্তব্য প্রত্যহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিস পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ক্ষমা দাবি করে প্রধানমন্ত্রীকে খালেদার নোটিসখালেদা জিয়া হয়ে তার আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এই নোটিস পাঠিয়েছেন। রেজিস্টার্ড ডাকযোগে (উইথ এ/ডি) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তা পাঠানো হয়। নোটিসে এই চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে সব জাতীয় দৈনিকের প্রথম পাতায়, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমে আউটলেটে যথাযথভাবে প্রকাশ ও প্রচার করার আহ্বান জানান হয়।

দাবি পূরণ না হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ রয়েছে বলেও নোটিসে উল্লেখ করেন খালেদা জিয়ার আইনজীবী।

আরও আসছে…

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment