মঠবাড়িয়ায় ১২১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মঠবাড়িয়ায় ১২১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ।
মঠবাড়িয়ায় ১২১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণউপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন- স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক কে.এম রেজাউল করিম ও মাহমুদা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেক্টর আবু ইউসুফ মো. সরোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামী দুই মাসের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাস চালুসহ শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক পদ্ধতিতে পাঠদানের পরামর্শ দেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment