চলতি বছরে রাজনীতিকদের যত আলোচিত বক্তব্য

চলতি বছরে রাজনীতিকদের যত আলোচিত বক্তব্য

শেষের দিকে ২০১৭ সাল। আর মাত্র কয়েকদিন পরই সবার জীবন থেকে হারিয়ে যাবে ঘটনাবহুল এ বছরটি। এ বছরে রাজনৈতিকসহ অনেক ঘটনা ঘটেছে। যা নিয়ে অনান্যদের মত কথা বলেছেন মন্ত্রীরাও। পাঠকদের জন্য থাকলো সরকারের কয়েকজন মন্ত্রীর বিভিন্ন আলোচিত বক্তব্য।

সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়
চলতি বছরের শুরুতে জানুয়ারিতে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহে থাকা এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে দুপুরের দিকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ।

চলতি বছরে রাজনীতিকদের যত আলোচিত বক্তব্য

ঘটনার পরদিন মৌলভীবাজারের শমসের নগরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পুলিশ সাংবাদিকদের মারধর করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়।’ মন্ত্রীর এ বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকসহ সাধারণ মানুষ। পরে মন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

আওয়ামী লীগে ‘কাউয়া’ ঢুকেছে
গত ২২ মার্চ সিলেটে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রচার লীগ, তরুণ লীগ, কর্মজীবী লীগ, ডিজিটাল লীগ, হাইব্রিড লীগ আছে। কথা হাছা, সংগঠনে কাউয়া ঢুকছে। জায়গায় জায়গায় কাউয়া আছে। পেশাহীন পেশিজীবী দরকার নেই। ঘরের ভেতর ঘর বানানো চলবে না। মশারির ভেতর মশারি টানানো চলবে না।’

‘সাংবাদিকদের ওয়েজ বোর্ড অপ্রয়োজনীয়’
নবম ওয়েজবোর্ডের দাবিতে সাংবাদিকরে যখন সরব ঠিক তখনই এ ওয়েজ বোর্ড অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ৯ আগস্ট সচিবালয়ে সংবাদপত্র মালিক পরিষদের (নোয়াব) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন,`সাংবাদিকদের ওয়েজবোর্ড আননেসেসারি, টোটালি আননেসেসারি। বিকজ ইয়োর স্যালারি স্কেলস আর মাচ বেটার দ্যান দি গভর্নমেন্ট স্যালারি স্কেলস। দেয়ারফোর ইট ইজ আননেসেসারি।`(সাংবাদিকদের ওয়েজ বোর্ড অপ্রয়োজনীয়, পুরোপুরি অপ্রয়োজনীয়। কারণ বর্তমানে আপনাদের বেতন কাঠামো সরকারি বেতন কাঠামোর চেয়ে বেশি। তাই, এটা অপ্রয়োজনীয়।)

সরকারি চাকুরেদের পেনশন থাকা এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ৮ হাজার টাকা বেতনে সাংবাদিকতা শুরুর বিষয়টি একজন সাংবাদিক অর্থমন্ত্রীকে জানালে তিনি বলেন, ‘মাস্টার্স পাস করে আমাদের পিয়নও আছে… আপনাদের পাঁচটি বেতন গ্রেড আছে।’ টেলিভিশনে ওয়েজ বোর্ড নেই, সব পত্রিকায়ও ওয়েজ বোর্ড কার্যকর নেই- এটা জানানোর পর পাল্টা প্রশ্নে মুহিত জানতে চান, ‘ঢাকায় কয়টি দৈনিক পত্রিকা আছে? একজন সাংবাদিক উত্তরে ‘২০১টি’ বললে মুহিত চেঁচিয়ে বলেন, ‘রাবিশ, দ্যাটস মাই আনসার টু ইউ। রাবিশ। ২০১।’

Brand Bazaar

মুহিত বলেন, ‘১৫টি হবে কি না আমার সন্দেহ আছে, ২০টি হতে পারে বড়জোড়। এই যে পাঁচশ কতটা কী আছে খবরের কাগজ, অল বোগাস, ওদের জন্য বেতন স্কেল ঠিক করব? নো, নট অ্যাটঅল। আই উইল ফিক্স দি বেতন স্কেল ফর দিস ফিফটিন অর টোয়েন্টি নিউজ পেপারস, যেখানে মানুষজন কাজ করে এবং এগুলোতে কী স্যালারি স্কেল আছে আমাকে একটা দেন।’

‘ক্ষমতা থাকলে সরকারকে টেনেহিঁচড়ে নামান’
গত নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন, ‘আগামী নির্বাচন বিষয়ে সরকারকে সমঝোতায় আসতে হবে, না হলে সরকারকে অসম্মানজনকভাবে বিদায় নিতে হবে।’

জবাবে ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সরকারকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কি মওদুদ আহমদের আছে? ক্ষমতা থাকলে আপনারা সরকারকে টেনেহিঁচড়ে নামান।’ তোফায়েল বলেন, ‘জামায়াতকে নিয়ে ক্ষমতায় গিয়ে ২০০১ সালের মতো দেশে আবার ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ দেশের মানুষ আপনাদের আর দেবে না।’

‘শিক্ষকরাই আসল প্রশ্নফাঁসকারী’
প্রশ্ন ফাঁস নিয়ে বেকায়দায় সরকার। বারবার বিভিন্ন পন্থায় প্রশ্ন ফাঁস হচ্ছে। এ নিয়ে ১৭ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি যখন আমার শিক্ষকের হাতে প্রশ্ন তুলে দেব তখন তো নিরাপদ হয়ে ঘুমাতে যাওয়া উচিত। কিন্তু কিছু শিক্ষক সে সময় প্রশ্নফাঁস করে দেন। শিক্ষকরাই আসল প্রশ্নফাঁসকারী। কিছু শিক্ষক ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিংয়ে পড়ান। যত বড় ভালো শিক্ষক তত ক্লাসে কম পড়ান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment